ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৪৪৮ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
ভৈরবে ৪৪৮ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪৪৮ বোতল ফেনসিডিলসহ মো. সাব্বির মিয়া (২৩) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) কিশোরগঞ্জের র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটক সাব্বির ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কাশিনগর লিচু বাগান এলাকার মো. আবু সায়েদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি ঈদগাহের পেছনে (আরমান মিয়ার ভাড়াটিয়া) বসবাস করে আসছেন।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ২৫ এপ্রিল ভোরে ভৈরব উপজেলার পঞ্চবটি বালুর মাঠ এলাকা থেকে মাদককারবারি সাব্বির মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল ও একটি মোবাইলফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল ও স্কাফ সংগ্রহ করে ভৈরবসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন আটক সাব্বির।
জব্দ করা ফেনসিডিল ও আটক সাব্বিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।