ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরের জকসিন বাজারে আগুন, পুড়ে গেছে ৫ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
লক্ষ্মীপুরের জকসিন বাজারে আগুন, পুড়ে গেছে ৫ দোকান

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন দক্ষিণ বাজারে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আরও তিনটি দোকান আংশিক পুড়ে যায়।

 

মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে রাত সোয়া ১টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।  

আগুনে বিসমিল্লাহ হার্ডওয়ার অ্যান্ড ক্রোকারিজ, জহির স্টোর (মুদি), ফালাক মিষ্টি অ্যান্ড কনফেকশনারি, পূর্ণিমা ফ্যাশন, অপূর্ব ফ্যাশন পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া মনপুরা ফ্যাশন, মক্কা ইলেকট্রনিক্স ও বিসমিল্লাহ হোটেল আংশিক পুড়ে গেছে।  

পুড়ে যাওয়া অপূর্ব ফ্যাশনের মালিক গৌতম দেবনাথ বলেন, আমার সব শেষ হয়ে গেছে। সব মালামাল পুড়ে গেছে বলেই তিনি বার বার মূর্চা যাচ্ছেন।  

পূর্ণিমা ফ্যাশনের মালিক বাবুল চন্দ্র ভৌমিক কান্না জড়িত কণ্ঠে বলেন, কিছু নেই আর। দোকানে ১০ লাখ টাকার বেশি মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।  

মনপুরা ফ্যাশনের মালিক মো. হাসান বলেন, দোকানে ৩০ থেকে ৩৫ লাখ টাকার কাপড় ছিল। কিছু পুড়ে গেছে। অনেকগুলো আগুন-পানিতে নষ্ট হয়ে গেছে। এগুলো বিক্রি বা ব্যবহারের অনুপোযোগী। ধার-দেনা এবং ব্যাংক ঋণ নিয়ে দোকানে মালামাল উঠিয়েছি। আগুনে ব্যাপক ক্ষতি হয়ে গেছে আমার।  

বিসমিল্লাহ হার্ডওয়ার ও ক্রোকারিজের মালিক মো. ফারুক বলেন, আমার দোকানে ৪০ থেকে ৪৫ হাজার টাকার মালামাল ছিল। কিছুই অবশিষ্ট নেই। এখন শুধু দোকানের চাবিগুলোই হাতে আছে। আমি ফকির হয়ে গেলাম। সব শেষ হয়ে গেল আমার।  

বাজারের প্রহরী আবুল বাশার জানান, রাত ১২টার পর তিনি জকসিন বাজারে দক্ষিণ গলির বিসমিল্লাহ ক্রোকারিজের পেছনের অংশে আগুন দেখতে পান। বিষয়টি স্থানীয় লোকজনসহ বাজার কমিটির লোকজনকে জানান তিনি। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।  

বাজার কমিটির সভাপতি মো. শাকিল বলেন, যথাসময়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে বাজারের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনে ৮টি দোকানের মধ্যে ৫ টি পুরোপুরি পুড়ে গেছে। বাকি তিনটি আংশিক পুড়ে যায়। এতে দুই কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।  

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় লোকজনও সহযোগিতা করেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।