ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, পুখুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারুন মোল্লা ও করিম মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মাসুদ মুন্সী (৩০), মিলন মেম্বার (৪০), করিম মাতুব্বরসহ (৬০) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।  

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এছাড়া ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  

ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২৬২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।