ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় পাশে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সাব্বির খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বন্ধু রাজীব (২৪) নামের আরেক যুবক।



বুধবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা রাত একটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের বন্ধু ফারহান সাদিক নিঝুম জানান, রাতে তারা চারটি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন বন্ধু পুরান ঢাকার নাজিরাবাজারে যান। সেখানে খাওয়া-দাওয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। সেখানে ঘোরাফেরা করে রাতে দিকে যাত্রাবাড়ী এলাকার বাসায় ফিরছিলেন। সাব্বিরের মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন রাজীব। মেয়র হানিফ ফ্লাইওভারের ঢাল নেমে কুতুবখালী টোলপ্লাজায় ঢোকার সময় একটি বাসের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। তখন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাব্বির। আর সামান্য আহত হন রাজিব। দুইজনকেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় রাজীবকে।

তিনি জানান, সাব্বিরের বাবার নাম নাজিম উদ্দিন খান। যাত্রাবাড়ী মাতুয়াইল দক্ষিণপাড়া বটগাছিয়া বাড়ি এলাকায় থাকতেন তিনি। কনস্ট্রাকশনের মালামাল সরবরাহের ব্যবসা সাব্বির।

এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, মধ্যরাতে কুতুবখালী টোলপ্লাজায় বাস ধাক্কায় এক যুবক নিহত হয় এবং এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তার বন্ধু সামান্য আহত হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং তার চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।