ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার কৃষকের ১ বিঘা ধান কাটলেন ৪ সাংবাদিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এবার কৃষকের ১ বিঘা ধান কাটলেন ৪ সাংবাদিক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ৪ জন সাংবাদিক দুই কৃষকের ধান কেটে দিয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করে তাদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।

এ ঘটনায় অভিভূত স্থানীয়রা। কারণ সংবাদ জোগাড়ে যারা সারাদিন জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায়, তারা কাটলেন ধান!

যে কারণে স্থানীয়দের কাছে বেশ প্রশংসিত হচ্ছেন এসব সাংবাদিক।

ধান কেটে দিয়ে কৃষককে দুশ্চিন্তা মুক্ত করা ৪ সাংবাদিক হলেন - আমার সংবাদ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন, এশিয়ান টেলিভিশন ও সময়ের কাগজ পত্রিকার নীলফামারী জেলা
প্রতিনিধি সাংবাদিক মো. মাইনুল হক, এশিয়ান টেলিভিশনের সৈয়দপুর প্রতিনিধি মো. ওবায়দুল
ইসলাম এবং সময়ের কণ্ঠ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. রাজু আহমেদ।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কৃষক মহেন্দ্র ও গোলাপ মিয়ার জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা

জানা যায়, কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার মধ্য বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষক মহেন্দ্র ও গোলাপ মিয়া। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন উপজেলায় কর্মরত এ চার সংবাদকর্মী। প্রায় ১ বিঘা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন তারা।  

বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে উপজেলাজুড়ে। দরিদ্র দুই কৃষকের পাশে এভাবে এগিয়ে আসায় প্রশংসায় ভাসছেন তারা। আগামীতেও সাংবাদিকরা এভাবে অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতীক হয়ে দাঁড়াবেন বলেই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।