ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবজি তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
সবজি তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ফাইল ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে সবজি ক্ষেত থেকে করলা সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে মো. সাইদুল মৃধা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেবীপুর চরে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল মৃধা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়া গ্রামের মো. জামাল মৃধার ছেলে।

স্থানীয় চাষি মোহাম্মদ আলী বলেন, সাইদুলসহ আমরা ৫-৬ জন নিজেদের ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে আমরা দৌড়ে বাড়ির দিকে রওয়ানা দেই। কিন্তু সাইদুল, কাইউম খাঁ, আসলাম ও ইউসুফ- এই চারজন তখনও মাঠে সবজি তুলছিল। এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হয়। বজ্রপাতটি সাইদুলের আশেপাশে পড়লে তার কান ও নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। এসময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।