ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে মিলল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
নারায়ণগঞ্জে ফ্ল্যাটে মিলল মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া থেকে জাবেদ আহমেদ রিপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০টায় নিজ বাসার ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রিপন উত্তর চাষাঢ়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন এ বাসায় একা থাকতেন। তার স্ত্রী সন্তান কেউ তার সঙ্গে থাকতো না। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-সন্তান অন্যত্রে বসবাস করেন। রিপনের এ বাড়িটি ৫ তলা। তিনি নিচতলায় থাকতেন। অন্যান্য ফ্ল্যাট ভাড়া দেওয়া। দুদিন যাবত তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় থানায় জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহটি বাসার ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পেয়েছি। নিহতের শরীরে কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।