ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাক উল্টে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
ট্রাক উল্টে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ উল্টে যাওয়া মালবোঝাই ট্রাকটি

শরীয়তপুর: শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই একটি ট্রাক উল্টে আড়াআড়িভাবে পড়ে আছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

 

রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে ট্রাকটি শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়া এলাকায় সড়কে উল্টে যায়।  

জানা গেছে, মাছ ও গবাদিপশুর খাদ্য বোঝাই করে ট্রাকটি মাদারীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেছিল। দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কে শতাধিক গাড়ি আটকা পড়েছে। ছোট যানবাহনগুলো বিকল্প সড়ক ধরে চলাচল করছে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর সড়কটি জেলা শহরের মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার। সড়কটি দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩০টি জেলার যানবাহন চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। সড়ক থেকে ট্রাকটি এখন পর্যন্ত সরাতে না পারায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। ওই সড়ক দিয়ে স্থানীয় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার যানবাহন চলাচল করে। এমন পরিস্থিতে স্থানীয় ও ছোট যানবাহন বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে।  

অন্যদিকে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলের যাতায়াত করা যানবাহনগুলো আটকা পড়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, ট্রাক উল্টে আড়াআড়িভাবে পড়ে থাকায় সড়কটি ব্লক হয়ে গেছে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।