ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেলজিয়াম যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
বেলজিয়াম যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: বাংলাদেশ-ইউরোপীয়ন ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন বৈঠকে অংশগ্রহণের জন্য আগামী ১-৫ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইউরোপীয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে সরকারি সফর করবেন।

সেখানে তিনি ইউরোপীয়ান ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার উলভা জোহানসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানেজ লেনারকিক, আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক কমিশনার জুটটা ইউপিলাইনেন, অর্থ ও বাণিজ্য বিষয়ক উপ-নির্বাহী কমিশনারের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া তিনি ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিমন্ত্রী-উপমন্ত্রী পর্যায়ের পররাষ্ট্র বিষয়ক ইউরোপীয়ান পার্লামেন্টের সভাপতি ডেভিড ম্যাক অ্যালিস্টার, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ইউরোপীয়ান পার্লামেন্টের সভাপতি বারনড ল্যাঙ্গে, মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর, ইউরোপীয়ান বিনিয়োগ ব্যংকের সহ-সভাপতি ক্রিস পিটারসসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।  

এছাড়া তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ ও বাংলাদেশ-ইউরোপীয়ন ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক প্রতিমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হবেন। প্রতিমন্ত্রী বেলজিয়াম সফর শেষে ৫ মে লন্ডনে যাত্রা করবেন এবং যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।