ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
সোমবার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড়: মহান মে দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চার দেশের সঙ্গে একদিনের জন্য সব ধরনের ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট আমদানি-রপ্তানি গ্রুপ। তবে, ইমিগ্রেশন সুবিধা চালু থাকবে।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই -খুদা মিলন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মে দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আগামীকাল সোমবার (১ মে) সকাল থেকে একদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার (২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।