ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ১, ২০২৩
বংশালে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ মো. শাহিদুল ইসলাম ওরফে শুক্কা নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

সোমবার (১ মে) বিকেলে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে রোববার (৩০ এপ্রিল) দুপুরে বংশাল থানার আগাসাদেক রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা জানান, এক মাদককারবারি বংশাল থানার আগাসাদেক রোডের বায়েজিদ রেকসিন হাউসের সামনে গাঁজা বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শাহিদুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে অতিরিক্ত উপ-কমিশনার জানান, গ্রেপ্তার শাহিদুল দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন।

তার নামে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ০১, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।