ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্র আহত, ঢামেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, মে ৩, ২০২৩
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্র আহত, ঢামেকে ভর্তি প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শাহবাগে মৎস্য ভবন ক্রসিংয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মাহবুব জামান কাবির (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি গণিত বিভাগে মাস্টার্সের ছাত্র।

থাকেন অমর একুশে হলে।

বুধবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাহবুবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ নেওয়াজ বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে বাইসাকেল চালিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন ঢাবি শিক্ষার্থী মাহবুব। পথে মৎস্য ভবন ক্রসিংয়ে এলে কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি তার বাইসাইকেলটি ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আহত হন আরোহী মাহবুব। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এসআই আরও জানান, মাহবুবের ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।

আহত ছাত্র কাবির জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে থাকেন এবং গণিত বিভাগে মাস্টার্সে পড়েন। হল থেকে বাইসাকেল চালিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।