বরগুনা: বরগুনা সদর উপজেলার পালের বালিয়াতলী সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার ৫২টি নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৩ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক (ডিসি), মৎস্য বিভাগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে মাছ ধরার ৫২টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার মধ্যে ৪৭টি বেহুন্দি জাল, দুইটি চিংড়ি জাল, তিনটি বুড়াল জাল রয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ জালগুলোর বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ টাকা। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এসআরএস