ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধ

বাবাকে হত্যার ২৫ বছর পর মেয়েকে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
বাবাকে হত্যার ২৫ বছর পর মেয়েকে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাবাকে হত্যার ২৫ বছর পর মেয়েকেও কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত লুলু আল মারজান (৪০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার মৃত মমতাজ মিয়ার স্ত্রী।  

তিনি ইউনিয়নটির গয়ালমারা এলাকায় বেসরকারি একটি সংস্থা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

শেখ মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন ধরে লুলু আল মারজানের পরিবারের সাথে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের পরিবারের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে মারজানকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এসে মৃত অবস্থায় দেখতে পায়।

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের রক্তাক্ত লাশটি উদ্ধার করেছে বলে জানান ওসি।

নিহতের ভাই মো. শফিউল্লাহ তুহিন বলেন, বৃহস্পতিবার রাতে লুলু আল মারজানের সন্তানের ঘরের একটি কক্ষে পড়ালেখা অবস্থায় ছিল। এসময় তার বোন রান্না ঘরে রাতের খাবার বানাচ্ছিলেন। একপর্যায়ে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মারজানকে কুপিয়ে পালিয়ে যায়। এসময় চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

গত ১৯৯৯ সালে বাবা মোহাম্মদ আলমগীরকে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছিল বলেও তথ্য দেন নিহতের এ ভাই।

শফিউল্লাহ তুহিন বলেন, জমি দখল-বেদখল নিয়ে তার পরিবারের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ জাহাঙ্গীরের পরিবারের মধ্যে কয়েক যুগ ধরে বিরোধ চলছে। এর জেরে তার বাবাকে প্রতিপক্ষের লোকজন খুন করেছিল। বৃহস্পতিবার রাতে ওই ঘটনার ২৫ বছর পর একই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার বোনকে কুপিয়ে খুন করেছে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মে ০৫, ২০২৩ 
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।