ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ৫, ২০২৩
যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

যশোর: যশোরে ২২ বোতল বিদেশি মদসহ বলরাম সরকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। প

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে শহরতলীর পুলেরহাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বলরাম সরকার ভারতের বনগাঁ গ্রামের মদন সরকারের ছেলে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি ওই এলাকায় বিদেশি মদ নিয়ে এক যুবক অবস্থান করছে। তাৎক্ষণিক একটি টিম নিয়ে ওই এলাকায় অভিযানে যাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে বলরাম। পরে তাকে আটক করে তার কাছে থাকা স্কুলব্যাগের ভেতরে  ২২ বোতল মদ পাওয়া যায়। যার দাম ৩০ হাজার টাকা। এঘটনায় আমি বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছি।

বাংলাদেশ সময় : ১৫৩৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
ইউজি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।