ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় আহত বৃদ্ধের ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় আহত বৃদ্ধের ঢামেকে মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৭০) বছরের এক বৃদ্ধ মারা গেছেন। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার (০৫ মে) বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সকালে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিভিল এভিয়েশনের নতুন ভবনের সামনে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগামীর একটি বাস ধাক্কায় গুরুতর আহত হন। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান ওই বৃদ্ধ।

এসআই আরও জানান, মৃত ব্যক্তির নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। তার গায়ে ছিল খয়েরী রঙয়ের ফুলহাতা শার্ট ও কালো চেক লুঙ্গি। ওই বৃদ্ধের পরিচয় জানার জন্য আঙ্গুলের ছাপ নিয়েছে সিআইডি ফরেনসিক টিম। সিসি ক্যামেরা দেখে বাসটি সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।