ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ৫, ২০২৩
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার (০৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায়, ব্রাসেলসে আয়োজিত এই বৈঠকে তারা ইইউর নতুন জিএসপি স্কিম, ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের অধীনে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ পরিবহন ইত্যাদি খাতে বিনিয়োগ এবং পারস্পারিক স্বার্থের অন্যান্য দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সহ বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ভালদিস ডোমব্রোভস্কিস ইউরোপিয়ান ট্রেড কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক ও বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ০৫, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।