ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফুটবল ম্যাচ ড্র করলেন ব্যারিস্টার সুমন একাডেমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মে ৬, ২০২৩
বগুড়ায় ফুটবল ম্যাচ ড্র করলেন ব্যারিস্টার সুমন একাডেমি

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ফুটবলারদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে জেলা ফুটবল একাদশের সঙ্গে ১-১ গোলে ড্র করে বগুড়া ছেড়েছেন ব্যারিস্টার সুমন একাডেমি।

শুক্রবার (৫ মে) বিকেলে উপজেলার কাগইল করুণাকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার অনুষ্ঠিত হয়।

খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও বগুড়া জেলা একাদশ অংশ নেয়।

প্রীতি ফুটবল ম্যাচটি দেখতে ৩০ টাকায় টিকেট কেটে মাঠে হাজির হন প্রায় ২০ হাজার মানুষ। ৯০ মিনিটের খেলায় প্রথম ভাগে বগুড়া একাদশের জর্জ গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। পরে দ্বিতীয় ভাগে ব্যারিস্টার সুমনের গোলে সমতায় ফেরে অতিথিরা। খেলা শেষে ১-১ গোলে ড্র হয় এই প্রীতি ম্যাচ।

খেলতে এসে ব্যারিস্টার সুমন বলেন, তিনি তার ফুটবল একাডেমি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রীতি ফুটবল ম্যাচ খেলে থাকেন। সব খেলাতেই দর্শকদের উপচেপড়া উপস্থিতি দেখা যায়। বগুড়ায়ও হাজার হাজার দর্শকদের সমাগম হয়েছে। আমি হার জিতের জন্য দেশের জেলায় জেলায় খেলতে যাই না। বরং দেশে ফুটবলের প্রতি মানুষের অতীতের মতো টান আসুন এটাই চাই। এখানে কাউকে হারানোর জন্য আমরা আসিনি। এসেছি বগুড়া মানুষের সঙ্গে হবিগঞ্জের মানুষের আত্মার সম্পর্ক তৈরি করতে।

তিনি বলেন, আমে মহাস্থানগড়েও গিয়েছিলাম। এই মহাস্থানগড়ই বলে দেয় বগুড়া কত হাজার বছর আগে থেকে এই অঞ্চল ও দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। মহাস্থনগড় যাদের আছে, সেই বগুড়ার মানুষই এই দেশকে নেতৃত্ব দিবে। বগুড়া মানুষের আতিথিয়েতাতে আমরা সবাই মুগ্ধ। বগুড়ার দই যেমন মিষ্টি, বগুড়া মানুষের হৃদয় তার থেকেও বেশি মিষ্টি। ফুটবলের নতুন গণজাগরণ সবাইকে নিয়ে তৈরি করতেই বগুড়াতে আসা।

খেলায় প্রধান অতিথির বক্তব্যে গাবতলীর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন বলেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে আমাদের জেলা ফুটবল টিমের খেলা হয়েছে। সমাজ থেকে মাদক দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব। ব্যারিস্টার সুমন বগুড়া আসায় তাকে ধন্যবাদ জানান তিনি।

খেলায় সভাপতিত্ব করেন কাগইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৬, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।