ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মা ছিলেন রান্নাঘরে, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
মা ছিলেন রান্নাঘরে, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর আজিমপুরে একটি বাসায় বাথরুমের বালতির পানিতে পড়ে আয়মান (২) নামে দুই বছরের শিশু মারা গেছে।  

রোববার (৭ মে) রাত পৌনে ৯টার দিকে আয়মানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা রহমতুল্লাহ নামে এক ব্যক্তি জানান, রাতে চারতলা বাসার বাথরুমের বালতিতে পড়ে যায় শিশুটি। পরে তার মা দেখতে পেয়ে বালতি থেকে তুলে বাসার নিচে নিয়ে আসে। তখন মায়ের কোল থেকে নিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে আনা হয়।

আয়মানের চাচা মো. হাসান জানান, তাদের বাসা আজিমপুর আব্দুল খালেক লেন এলাকায়। আয়মানের বাবার নাম মোজাম্মেল ঢালী। তিনি সৌদি আরব প্রবাসী। দুই ভাইয়ের মধ্যে বড় ছিল আয়মান। এক সপ্তাহ আগে মা হাবিবা আক্তার মুনমুনের সঙ্গে আজিমপুর নিউপল্টন লাইন এলাকায় নানির বাসায় বেড়াতে আসে তারা।  

তিনি আরও জানান, ঘটনার সময় আয়মানের মা হাবিবা রান্নাঘরে কাজ করছিলেন। আয়মানের নানী খুকি বেগম কাজে বাসার বাইরে ছিলেন। আয়মান বাসার সবার অগোচরে বাথরুমে যায়। সেখানে বালতির পানিতে পড়ে যায়। দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মে ৭, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।