ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হারিয়ে যাওয়া ৪৩ মোবাইল উদ্ধার করল খুলনা সদর থানা পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ৮, ২০২৩
হারিয়ে যাওয়া ৪৩ মোবাইল উদ্ধার করল খুলনা সদর থানা পুলিশ

খুলনা: গত এক মাসে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৪৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ।

সোমবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে খুলনা সদর থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে এসব ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীরা মোবাইল ফোন ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

পুলিশের বিশেষায়িত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিগত সহায়তায় গত এক মাসে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল-মামুন।
 
দুপুরে ফোন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) এসএম বাইজীদ ইবনে আকবরসহ মোবাইল ফোন উদ্ধারের কাজে নিয়োজিত অফিসার ও ফোর্স।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।