ঢাকা: দেশের প্রায় সব কারাগারে এমন কিছু কয়েদি আছেন যারা বছরের পর বছর সাজা ভোগ করছেন। এক সময় পরিবারের সদস্যরাও নানা কারণে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
তেমনি এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আব্দুর রব (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে কারারক্ষীদের পাহারায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি আছে। জরুরি ভিত্তিতে ওই রোগির অস্ত্রোপচারের প্রয়োজনে লাগবে দুই ব্যাগ ও নেগেটিভ রক্ত। অথচ ওই বয়স্ক কয়েদির আপনজন বলতে তেমন কেউ নেই।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুর রবের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাপানিয়া গ্রামে। তার কয়েদি নম্বর ২১৩৯/ এ।
বিএসএমএমইউর চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার (৯ মে) বন্দি আব্দুর রবের অস্ত্রোপচার করা হতে পারে।
এ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম নিজেই রক্ত সংগ্রহের উদ্যোগ নেন। কারারক্ষীদের বিষয়টি জানালে তাদের দুই জন হাসপাতালে গিয়ে আবদুর রবের জন্য দুই ব্যাগ রক্ত দিয়ে আসেন। যেটা হাসপাতাল সংগ্রহ করে রেখেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি সূত্র জানান, অনেক কয়েদি আছেন যারা খুবই অসহায়। আত্মীয়-স্বজন বলতে কেউ নেই, বা থাকলেও দেখা করতে কেউ আসে না। তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে বিছানায় বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেন কারারক্ষীরা। যেটা মানবতার দিক থেকে করে থাকে। হাসপাতালে বন্দিদের পাহারায় থাকা কারারক্ষীদের অনেক সীমাবদ্ধতা থাকে, তবুও মানবতা বলতে তো কিছু আছে। তাই আত্মীয়-স্বজনবিহীন অনেক অসহায় অসুস্থ বন্দিকে সহযোগিতা করেন কারারক্ষীরা।
জেলার মাহবুবুল ইসলাম বলেন, একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুর রব অসুস্থ হওয়ায় তাকে ময়মনসিংহ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিকিৎসকের কনসালে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। কয়েদি আব্দুর রব মুখমন্ডলে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সেখানকার চিকিৎসকরা মঙ্গলবার তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে রক্তের প্রয়োজন, গ্রুপ ‘ও নেগেটিভ’। বিষয়টি আমাদের কারাগারে কারারক্ষীদের জানালে মো. মনিরুজ্জামান ও নুরুল ইসলাম নামে দুই কারারক্ষী হাসপাতালে গিয়ে দুই ব্যাগ রক্ত দিয়েছেন।
তিনি আরও বলেন, তাছাড়া সারাদেশ থেকে যত বন্দি চিকিৎসার জন্য ঢাকায় আসবে অবশ্যই ঢাকার কেন্দ্রীয় কারাগারে তাদের নথি থাকবে। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকেই কারারক্ষীদের পাহারায় তারা হাসপাতালে থাকে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ৮, ২০২৩
এজেডএস/এমএমজেড