ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ৮, ২০২৩
ইসলামপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জামালপুর: জামালপুরের ইসলামপুরে পুকুর পানিতে ডুবে সীমান্ত ও মিনাল নামের সাত বছরের দুই ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০৮ মে) দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সীমান্ত উপজেলার পলবান্ধা গ্রামের ইব্রাহীমের ছেলে ও নিহত মিনাল একই গ্রামের শুক্কুর আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বাড়ীর পার্শ্বে পুকুর পাড়ে হিমেল ও মিনাল খেলতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডা. সানোয়ারা বেগম মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।