ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় এসএসসি পরীক্ষার্থী কিশোরী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
হত্যা মামলায় এসএসসি পরীক্ষার্থী কিশোরী গ্রেপ্তার

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় শোয়েব চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ মে) রাত সাড়ে ১০টায় বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তার মুক্তা আক্তার উপজেলার শংকরপুর গ্রামের সিজিল মিয়া ওরফে আবু সালেহের মেয়ে ও দীননাথ ইনস্টিটিউশনের শিক্ষার্থী।

ওসি রকিবুল ইসলাম খান জানান, শোয়েব চৌধুরী হত্যা মামলার এজাহারনামীয় আসামি মুক্তা আক্তার। মঙ্গলবার দুপুরে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে দীননাথ ইনস্টিটিউশনের এক শিক্ষক বলেন, মুক্তা মঙ্গলবার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে শকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মুক্তা আক্তার নিহত শোয়েবের আপন চাচাতো বোন বলে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।