ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শৌচাগারে পড়ে ছিল ইরানি নাগরিকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
শৌচাগারে পড়ে ছিল ইরানি নাগরিকের মরদেহ -ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গোলনারি সাইদ (৪০) নামে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) দিবাগত রাতে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

এরপর ময়নাতদন্তের জন্য বুধবার (১০ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গোলনারি সাইদ একজন ইরানি নাগরিক। রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর ৭ নম্বর রোডে একটি বাসায় বন্ধু ইব্রাহীমের সঙ্গে থাকতেন। তিনি গুলশান-২ এ অবস্থিত United Nations High Commissioner for Refugees (UNHCR)-এর তালিকাভুক্ত সদস্য।

এসআই গোলাম মোস্তফা আরও জানান, ওই ইরানি নাগরিকের বাবা-মা দুইদিন আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার (৯ মে) বিকেলে বাথরুমের মধ্যে গোলনারি সাইদকে পড়ে থাকতে দেখেন বন্ধু ইব্রাহীম। পরে বাসার অন্যদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
এজেডএস/এমএমজেড/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।