ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

রোগীর ছদ্মবেশে ভুয়া চিকিৎসককে সাজা দিলেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ১০, ২০২৩
রোগীর ছদ্মবেশে ভুয়া চিকিৎসককে সাজা দিলেন ইউএনও

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে রোগী সেজে এম ইউ সবুজ (৪০) নামে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১০ মে) দুপুরে শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকা থেকে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।  দণ্ডপ্রাপ্ত এম ইউ সবুজকে আদালতের আদেশের পর সুধারাম থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাইজদী শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় এম ইউ সবুজ নামে এক ব্যক্তি চিকিৎসক সেজে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।  

গোপন সূত্রে এ তথ্য পেয়ে আজ সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন নিজেই ওই ব্যক্তির মোবাইলফোনে যোগাযোগ করে সিরিয়াল দেওয়ার অনুরোধ করেন। তখন তাকে বলা হয়, ‘সিরিয়াল লাগবে না, ডাক্তার সাহেব চেম্বারে আছেন। ওই তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে ইউএনও নিজেই পুলিশ নিয়ে ওই ব্যক্তির চেম্বারে গিয়ে অভিযান চালান।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো সনদ তিনি দেখাতে পারেননি। ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।