ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুদ্ধাচার পুরস্কার দিল ডিপিডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ১০, ২০২৩
শুদ্ধাচার পুরস্কার দিল ডিপিডিসি

ঢাকা:  জাতীয় শুদ্ধাচার কর্ম-কৌশল পরিকল্পনার আওতায় ২০২১-২২ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

বুধবার (১০ মে) বিদ্যুৎ ভবনে অবস্থিত ডিপিডিসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান।

 

দাপ্তরিক কর্মকাণ্ড ও দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ এমপ্লয়ী (২য়-৭ম গ্রেড) ক্যাটাগরিতে ২০২১-২২ অর্থবছরে ডিজিএম (এইচ আর), এস্টেট অ্যান্ড ট্রান্সপোর্ট দপ্তরের ম্যানেজার (এইচ আর) এলাইছ মিয়া, ৮ম-১২তম গ্রেড ক্যাটাগরিতে মো. আওলাদ হোসেন, জুনিয়র অ্যাসিস্ট্যন্ট ম্যানেজার (টেক), নির্বাহী প্রকৌশলী, গ্রীড সাউথ-১ এবং ১৩-১৬তম গ্রেড ক্যাটাগরিতে লাইনম্যান মো. বিপ্লব আকন, নির্বাহী প্রকৌশলী, আন্ডার গ্রাউন্ড ক্যাবল (নর্থ) পুরস্কার পেয়েছেন।

ডিপিডিসির এমডি প্রকৌশলী বিকাশ দেওয়ান তার বক্তব্যে শুদ্ধাচার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শুদ্ধাচার চর্চায় অংশীজনদের অংশগ্রহণে সভা আয়োজন এবং তাদের মতামত গ্রহণের মাধ্যমে সেবার মান উন্নয়নের পরামর্শ দেন।  

পুরস্কার প্রাপ্তদেরকে প্রণোদনা হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও একমাসের মূল বেতনের সমপরিমান অর্থ দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিপিডিসির নির্বাহী পরিচালকরা, কোম্পানি সচিব, মহাব্যবস্থাপক-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিপিডিসির সব পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ১০, ২০২৩
আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।