ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পুলিশ সদস্যের নামে যৌতুক মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মে ১১, ২০২৩
যশোরে পুলিশ সদস্যের নামে যৌতুক মামলা

যশোর: যশোরে যৌতুক দাবির অভিযোগে আবুবক্কার সিদ্দিকী নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।  

বুধবার (১০ মে) যশোর শহরের পুরাতন কসবা বিবি রোডের মৃত কালু মিয়ার মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে এ মামলা করেছেন।



আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি আবুবক্কার সিদ্দিক মাগুর সদরের হাজরাপুর গ্রামের সানাউল্লা বিশ্বাসের ছেলে।  

তিনি এখন ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় কর্মরত আছেন।

মামলার অভিযোগে জানা গেছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ২০১৯ সালের ২৩ অক্টোবর পুলিশ সদস্য আবুবক্কার সিদ্দিক পারিবারিকভাবে মরিয়মকে দ্বিতীয় বিয়ে করেন।  

আবুবক্কার বিয়ের সময় মরিয়মের মায়ের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। এ সময় পিতৃহীন মরিয়মকে বিয়ে দিতে ধার-দেনা করে আসামি আবুবক্কারকে নগদ এক লাখ টাকা ও সোনার গহনা দেওয়া হয়েছিল। বাকি এক লাখ টাকা যৌতুকের দাবিতে আবুবক্কার তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।  

এদিকে প্রথমপক্ষের মেয়ে বিয়ে দিতে মরিয়মের মায়ের কাছ থেকে নেয়া তিন লাখ টাকা পরিশোধ করেনি। এক লাখ টাকা যৌতুকের দাবিতে ১৭ মার্চ যশোর শহরের পুলিশ লাইনের ভাড়া বাসা থেকে তাকে তাড়িয়ে দেন। ২১ মার্চ আবুবক্কারকে মরিয়মের মা বাড়িতে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এরপর ঝিনাইদহ পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়ে বিচার না পেয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
ইউজি/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।