ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা: এখনও সাগরে অনেক জেলে মাছ শিকারে ব্যস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ১১, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: এখনও সাগরে অনেক জেলে মাছ শিকারে ব্যস্ত

বরগুনা:  ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল সমুদ্র। এরপরও এখনও সাগরে মাছ শিকারে ব্যস্ত বরগুনার অনেক জেলে।

ট্রলার নিয়ে তারা গভীর সাগরে এখনও অবস্থান করছেন। । উত্তাল সমুদ্রে থেকে এখনও তীরে না ফেরায় দুশ্চিন্তায় ভুগছেন ওইসব ট্রলারের জেলেদের স্বজনেরা।

অবশ্য বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি বলছে, অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলের নিরাপদ স্থানে ফিরে এসেছে।  

এসব জেলেদের মধ্যে অন্যতম মোহাম্মদ আউয়াল। বঙ্গপোসাগর থেকে বুধবার (১০ মে) রাতে তীরে ফিরে আসেন তিনি।  

তিনি  বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়েছে। এছাড়াও সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এমন প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে আমরা তীরে ফিরে এসেছি।

এদিকে ছেলে না ফেরায় দুশ্চিন্তা কাটছে না সদর উপজেলার পোটকাখালি এলাকার বাসিন্দা হাজেরার।  

তিনি বলেন, ১২ দিন আগে আমার ছেলে সজীব সাগরে মাছ শিকারে গেছে। দুদিন আগে সব শেষ সজীবের সঙ্গে কথা হয়েছে আমার। তখন ঘূর্ণিঝড়ে বিষয়টি সজীবকে জানাই। এরপর থেকে সজীবের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। আমি এখন খুব চিন্তায় পড়েছি।  

স্বামীকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন একই এলাকার মৌসুমী বেগম।  

তিনি বলেন, আমার স্বামী ফরিদ মাঝি ১১ দিন আগে ১৯ জেলেসহ সাগরের মাছ শিকারে গেছেন। এরপর থেকে এখন পর্যন্ত তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এদিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ায় নানা শঙ্কা নিয়ে স্বামীর ফিরে আসার অপেক্ষায় আছি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, অনেক জেলে তীরে ফিরে এসেছে। সমুদ্রে যারা মাছ শিকাররত অবস্থায় রয়েছেন তাদেরকেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা অথবা কাল সকালে সব জেলেরা তীরে ফিরে আসবেন বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।