ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ বিশিষ্ট সংগীত শিল্পী কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, বিখ্যাত এ নজরুল গীতি শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।
প্রধানমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার (১২ মে) সকালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে কল্যাণী কাজীর বয়স হয়েছিল ৮৭ বছর। পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন তিনি।
নজরুল সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমইউএম/এসআইএস