ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে সাংবাদিকদের অসম্মান করার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মে ১২, ২০২৩
রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে সাংবাদিকদের অসম্মান করার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ: জেলার পতিসরে রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের অসম্মান করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় মুক্তিরমোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাসদের প্রকাশনা ভ্যানগার্ড পাঠক ফোরাম।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ মে নওগাঁর পতিসর রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে সাংবাদিকদের অসম্মান করা হয়ে। জাতীয় এই প্রোগ্রামে সবার বসার জন্য আসন থাকলেও সাংবাদিকদের বসার জন্য ছিল না। নিরুপায় হয়ে মঞ্চের সামনে কার্পেটের ওপরে বসেই নিউজ কভারেজ করেন সংবাদকর্মীরা। কিন্তু এ বিষয়ে আয়োজক কমিটি জেলা প্রশাসনকে জানানো হলে তারা বিষয়টি কৌশলে এড়িয়ে যায়।

মানববন্ধনে সাংবাদিকদের সঙ্গে এমন অসৌজন্যমূলক কাজ করার তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভ্যানগার্ড পাঠক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতন সাহা রঘু। এ সময় বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, বাসদের নেতা কালিপদ সরকারসহ অন্যান্যরা বক্তব্য দেন। এ সময় জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।