ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

মেহেরপুর: মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ মে) সকাল থেকে শনিবার (১৩ মে) সকাল পর্যন্ত তিনটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতারদের মধ্যে মেহেরপুর মুজিবনগর থানা পুলিশ আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় চারজন, নিয়মিত মামলায় দুইজন, গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় একজন ও সদর থানা পুলিশের নিয়মিত মামলায় চারজনকে গ্রেপ্তার হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম গ্রেফতার অভিযানে অংশ নেন।

শনিবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।