ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধোবাউড়ায় কুষক খুনের ঘটনায় প্রধান আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ধোবাউড়ায় কুষক খুনের ঘটনায় প্রধান আসামি আটক আটক রফিকুল ইসলাম

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বৃদ্ধ কৃষক লস্কর আলী (৬৩) খুনের মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর সদস্যরা।  

রোববার (১৪ মে) সকালে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

এদিন বিকেলে আসামি রফিকুলকে ধোবাউড়া থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

আসামি রফিকুল ধোবাউড়ার গামারীতলা ইউনিয়নের দক্ষিণ গামারীতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-১৪ জানায়, লস্কর আলীর সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ৩ মে রাতে লস্কর আলীকে ঘুম থেকে ডেনে নিয়ে ছুরিকাঘাত করে জখম করে আসামিরা। এ ঘটনার কিছুক্ষণ পর লস্কর আলী রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দুইদিন পর গত ৫ মে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও জানানো হয়, এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে রফিকুলকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় আসামিরা পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে মামলার প্রধান আসামিকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।