ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় দুর্নীতির মামলায় জামিন পেলেন মেয়রসহ ৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
কুষ্টিয়ায় দুর্নীতির মামলায় জামিন পেলেন মেয়রসহ ৩ জন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনসহ তিনজনের জামিন মঞ্জুর করেন আদালত।

রোববার (১৪ মে) দুপুরে কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আবুল কাশেম ও শিক্ষক প্রতিনিধি মো. আব্দুস সাত্তার।

আদালত সূত্রে জানা যায়, গত ৭ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে ২২ আসামির নামে অপরাধমূলক অসদাচরণ করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র সৃজন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১০, ২০১৩ ও ২০১৮ এর বিধিবিধান এবং সরকারি প্রজ্ঞাপনের নিয়ম ভঙ্গ করে কুষ্টিয়ার কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।

দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু জানান, দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের ঘটনায় দুদকের করা দুর্নীতির মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তাদের জামিনের মেয়াদ পূর্ণ হওয়ায় তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ মামলায় মোট ২২ জন আসামিই জামিনে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।