ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব

টেকনাফে রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণ করছে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
টেকনাফে রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণ করছে ফায়ার সার্ভিস

ঢাকা: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে টেকনাফে বিধ্বস্ত গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ায় টেকনাফ ফায়ার স্টেশন থেকে তা অপসারণ করে রাস্তা চলাচল উপযোগী করছে। ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে ঘটনায়স্থলে কাজ করে যাচ্ছে।

রোববার (১৪ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার আঘাতে টেকনাফ রাস্তায় রাস্তায় বিধ্বস্ত হওয়া গাছগুলো অপসারণ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। যান চলাচলে উপযোগী করতে রাস্তা পরিষ্কার করছেন তারা।

এছাড়া উখিয়া ফায়ার স্টেশনও বিভিন্ন স্থানে ঝড়ে বিধ্বস্ত গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ায় তা অপসারণ করে রাস্তা চলাচল উপযোগী করছে। যেখানে রাস্তায় গাছপালা পড়ে আটকে আছে, সেখানেই অপসারণ করছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এজেডএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।