ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, ২০০ বোতল ফেনসিডিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, মে ১৪, ২০২৩
প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, ২০০ বোতল ফেনসিডিল

ঢাকা: রাজধানীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. জহিরুল ইসলাম ওরফে জহির ও প্রাইভেটকার চালক সোহাগ আহম্মেদ চৌধুরী।

রোববার (১৪ মে) চকবাজার থানাধীন হোসনী দালান রোড থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মোস্তফা কামাল।

তিনি বলেন, কতিপয় মাদক কারবারি কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে গাঁজা ও ফেন্সিডিলের চালান নিয়ে ঢাকা চাঁনখারপুল হয়ে সাভার যাবে, এমন তথ্যের ভিত্তিতে চকবাজারের হোসনী দালান রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় বিপুল পরিমান মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-২৮০৮) জব্দ করা হয়।

পরে ডিএমপির চকবাজার মডেল থানার দায়েরকৃত একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
পিএম/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।