ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মে ১৫, ২০২৩
খুলনায় বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন শুরু

খুলনা: জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৩ উপলক্ষে খুলনায় ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সোমবার (১৫ মে) এ উপলক্ষে দুর্ঘটনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিকারী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ৯টায় মহানগরীর নিরালা মোড় থেকে পথচারী ও চালকদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

নিসচার সচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শ্যামল সিংহ রায়।

নিসচার খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চলনায় অনলাইনে যুক্ত থেকে লিফলেট বিতরণপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব।  

এ সময় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শেখ মো. নাসিরউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, অর্থ সম্পাদক মো. নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. শামীম হোসেন, তানিয়া সুলতানা, রোটারিয়ান মফিজ আহমেদ মজুমদার, নিসচার সদস্য মো ফিরোজ আলী, মো. মোশারফ হোসেন, নিয়ামুল বারী হুজাইফা, মো. সজল, মো. রাজু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ার প্রথম শর্ত হলো সড়ক ব্যবহারের নিয়মাবলী বাস্তবায়ন করা। যে কারণে জাতিসংঘের সাধারণ পরিষদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের আঞ্চলিক কমিশনকে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি সপ্তাহ পালনের পরিকল্পনা ও উদযাপনের দায়িত্বে নিযুক্ত করেছে। ২০২৩ সালে ১৫ থেকে ২১ মে পর্যন্ত সপ্তমবারের মতো রোড সেফটি সপ্তাহ পালিত হচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে টেকসই যাতায়াত। বিশেষ করে পায়ে হাঁটা পথ, সাইক্লিং এবং গণপরিবহন ব্যবহার বৃদ্ধিতে সরকার কর্তৃক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নীতি নির্ধারকসহ সবার সামনে তুলে ধরা। সরকার ও তার অংশীজনের কাছ থেকে টেকসই যাতায়ত ব্যবস্থা পুনঃবিবেচনা করার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে মানুষকেও সচেতন হতে হবে।

তারা আরও বলেন, এখন খুলনা শহরে নিরাপদে হাঁটার জন্য এতটুকু জায়গা আর নেই। তাই প্রাণের ঝুঁকি নিয়ে পথচারীদের সড়ক দিয়েই হাঁটতে হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুলনার ফুটপাতগুলো দ্রুত মেরামত করে পথচারীদের চলাচলের উপযোগী করে গড়ে তোলার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।