নারায়ণগঞ্জ: জেলায় র্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা, ৩৪ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপসহ ৩ কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
সোমবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ মে) জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইফাদ অটো সার্ভিসিংয়ের সামনে থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বরগুনার আমতলীর নজরুল খানের ছেলে মো. রুবেল খান (৩০), কুমিল্লার দেবীদ্বারের চর বাকরের আব্দুল ছাত্তারের ছেলে মো. নুর আলম বাবু (২৬) ও পটুয়াখালীর আইয়ুব আলীর ছেলে রাজীব হাওলাদার (২৫)। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এমআরপি/এসআইএ