ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিশু বায়েজিদ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
শিশু বায়েজিদ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে নিখোঁজের ৫ দিন পর ধান ক্ষেত থেকে শিশু বায়েজিদের খণ্ডিত মরদেহ  উদ্ধারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার-ফাঁসির দাবিতে সড়ক অবরোধসহ মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (১৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টি পর্যন্ত গাইবান্ধা-নাকাইহাট আঞ্চলিক সড়কের কাজীর বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা।

এসময় বক্তব্য দেন, শিশু বায়োজিদ হোসেনের মা রায়হানা বেগম, মাহামুদুজ্জামান প্রান্ত ও ইউপি সদস্য মজনু মিয়া।  

মানববন্ধনে বক্তারা বায়োজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।  

এসময় গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন শিশুটির মাকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে বাকী অভিযুক্ত-আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করে নেন বিক্ষুদ্ধরা।

উল্লেখ্য, গত ৮ মে নিজ বাড়ি থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্দা (বালুখোলা) গ্রামের চার বছরের শিশু বায়োজিদ হোসেন।  

নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন নিহত বায়োজিদের মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

ঘটনার পাঁচদিন পর শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের বিস্তৃর্ণ একটি ধান ক্ষেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, বায়েজিদ নিখোঁজ-হত্যার ঘটনায় মা রায়হানা বেগমের দায়েরকৃত মামলায় প্রতিবেশী সিরিকুল মণ। ডলের মা ছকিনা বিবি, স্ত্রী ববিতা বেগম, ভাই শরিফুল ও ছেলে রোমান আটক রয়েছেন। এদের মধ্যে রোমান ও শরিফুলের দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।