ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় আকস্মিক ঝড়, আটতলা ভবনের গ্লাস ভেঙে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মে ১৫, ২০২৩
সাতক্ষীরায় আকস্মিক ঝড়, আটতলা ভবনের গ্লাস ভেঙে আহত ৩

সাতক্ষীরা: সাতক্ষীরায় আকস্মিক ঝড়ে একটি আটতলা ভবনের শো গ্লাস ভেঙে তিন ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। সোমবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবনে এই ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- কলারোয়া উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও হোসেন এবং সাতক্ষীরা শহরের ইজিবাইক চালক আবুল হোসেন। তাদের মধ্যে রফিকুল ইসলাম ও হোসেন ভবনটির সামনে খিরাই বিক্রি করেন।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বলেন, সোমবার মাগরিবের নামাজ চলা অবস্থায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় দমকা হাওয়ায় আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশে বলাইয়ের আটতলা ভবনের শো গ্লাস ভেঙে পড়ে। এতে অনেকেই আহত হন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে এনেছি। তাদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় কাঁচ পড়ে গভীর ক্ষত হয়েছে। অন্যান্যদের অবস্থাও ভালো না।

বাংলাদেশ সময়:২০০৮ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।