ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারতফেরত ১০ স্টার্টআপ প্রতিনিধিদের সঙ্গে প্রণয় ভার্মার মতবিনিময়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মে ১৬, ২০২৩
ভারতফেরত ১০ স্টার্টআপ প্রতিনিধিদের সঙ্গে প্রণয় ভার্মার মতবিনিময়

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ১৪ মে ১০টি বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠানের একটি দলের সঙ্গে মতবিনিময় করেন। যারা ৮-১২ মে ভারতে পাঁচদিনের সফল সফর শেষ করে বাংলাদেশে ফিরে এসেছে।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ১০টি স্টার্টআপ প্রতিষ্ঠান বাংলাদেশি স্টার্টআপসমূহের প্রথম সেটের অংশ ছিল যাদের সফরসমূহ ‘ইন্ডিয়া-বাংলাদেশ ৫০ স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এর কাঠামোর অধীনে সাজানো হয়েছে। যে বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রীরা তাদের সাম্প্রতিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় সিদ্ধান্ত নিয়েছিলেন।

অনুষ্ঠানে স্টার্টআপগুলোর উদ্যোক্তা পর্যায়ে মতামত বিনিময়ের উপযোগের রূপরেখা নির্দেশ করে। এ বিনিময় তাদের ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেম বোঝার সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা ভারতের অ্যাঞ্জেল ইনভেস্টরদের সঙ্গে যোগাযোগ ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছেন। ভারতে ১০টি বাংলাদেশি স্টার্টআপের এ প্রথম সফর ভারত ও বাংলাদেশের মধ্যে ৫০টি স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করেছে, যা নতুন ও উদীয়মান ক্ষেত্রসমূহ, আধুনিক প্রযুক্তি, উদ্যোক্তা ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মে ১৬, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।