ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ২৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ১৬, ২০২৩
টঙ্গীতে ২৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার সংগৃহীত ছবি

গাজীপুর: জেলার টঙ্গী পূর্ব থানাধীন আমতলী হিমারদীঘি এলাকায় একটি বাসা থেকে ২৭ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১৫ মে) রাতে গাঁজাসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

তার নাম মোসা. মনি নাছরিন (৪৩)। তার স্বামী শাহজালাল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. আসাদুজ্জামান জানান, টঙ্গী পূর্ব থানার আমতলী হিমারদীঘি এলাকায় সাঈদ মিয়ার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্লাট ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন মোসা. মনি নাছরিন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ মে) রাতে তার ওই ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাসা থেকে ২৭ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী শাহজালাল (৪৮) পালিয়ে যান।

তিনি আরও বলেন, নাসরিন ও তার স্বামী শাহজালাল দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছেন। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকদ্রব্য পাইকারি কিনে টঙ্গীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।