ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পরিত্যক্ত স্থানে পড়েছিল শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
রূপগঞ্জে পরিত্যক্ত স্থানে পড়েছিল শিশুর মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) উপজেলার মধুখালী ভক্তবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় এলাকার শত শত মানুষ সেখানে জড়ো হয়। শিশুটির বয়স আনুমানিক দশ থেকে বারো বছর হবে। তার পরনে ছিল সাদা কালো রঙের স্টাইপ গেঞ্জি ও কালো রঙের হাফ প্যান্ট।

পুলিশ জানায়, সকালে ভক্তবাড়ি এলাকায় পরিত্যক্ত স্থানে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রূপগঞ্জ থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ শেখ বলেন, নিহতের চোখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে যাওয়া হয়। তার নাম পরিচয় শনাক্ত করতে পুলিশের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।