ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় মো. নাজমুল হোসেন ওরফে ফরহাদ (৩০) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। জামিনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ সদর উপজেলা বাঙাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত আক্তার হোসেন মিন্টুর ছেলে। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা বাঙাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান নামে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় অভিযানিক দল নেয়ামতপুর এলাকার ফজু মালের বাড়ির সামনে পৌঁছালে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মো. নাজমুল হোসেন ওরফে ফরহাদকে আটক করে গোয়েন্দা পুলিশ।  

তারপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফরহাদের একচালা টিনের ঘরে ধানের ডোলের নিচে মাটি চাপা দেওয়া সাদা পলিথিন মোড়ানো দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, ৭টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও ৪টি শটগানের কার্তুজ জব্দ করা হয়।  

এ ঘটনায় পরের দিন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুকবুল হোসেন বাদী হয়ে আটক ফরহাদের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৪ অক্টোবর ফরহাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।