ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে রেলমন্ত্রীর যাত্রাবিরতি, ট্রেনে আসন বৃদ্ধির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ১৭, ২০২৩
ফেনীতে রেলমন্ত্রীর যাত্রাবিরতি, ট্রেনে আসন বৃদ্ধির দাবি

ফেনী: চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীতে যাত্রাবিরতি করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আমন্ত্রণে এ যাত্রাবিরতি করেন তিনি।

বুধবার (১৭ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসে ফেনীতে আসেন রেলমন্ত্রী।

এ সময় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী রেলমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ফেনীতে আন্তঃনগর ট্রেনে আসন বৃদ্ধির অনুরোধ করেন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে ফেনী রেলগেট সংলগ্ন আবু বকর সড়ক-হাসপাতাল সড়কের মাথায় গেট স্থাপন এবং ফেনী গুদাম কোয়ার্টার রেলগেটের নিচে কালভার্টের পুনঃনির্মাণের অনুরোধ জানিয়েছেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের এ বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

অন্যান্যের মাঝে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী রেলস্টেশন মাস্টার মুহাম্মদ হারুন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম উপস্থিত ছিলেন। এ সময় বিপুল সংখ্যক আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ১৭, ২০২৩ 
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।