ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে শিবিরের ৬ নেতাকর্মী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ১৭, ২০২৩
গোপালগঞ্জে শিবিরের ৬ নেতাকর্মী আটক 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে চারজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী।

 

আটকরা হলেন- গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও বশেমুরবিপ্রবি আইন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল ইমরান মুসা (২৪), সদর থানা সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু কালাম (২১), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মুয়াজ বিল্লাহ (২২), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়া বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম মো. আলাউদ্দিন (৩২) ও মাদরাসা ছাত্র মো. শরিফুল ইসলাম (১৫)।  

আটকদের মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। অন্যদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

বুধবার (১৭ মে) দুপুরের দিকে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া ও এস এস আলীয়া মাদরাসা থেকে আটক করে সদর থানা পুলিশ।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকরা সবাই শিবিরের নেতাকর্মী। এছাড়া পূর্ব মিয়াপাড়া মাওলানা জামাল উদ্দিনের বাসার অভিযানকালে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও বিশেষ ফরমসহ এদের মধ্যে চারজনকে আটক করা হয়। অন্য দু’জনকে এস এস আলীয়া মাদরাসা থেকে আটক করা হয়। আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা ইসলামী ছাত্র শিবিরের সদস্য বলে স্বীকার করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি জাবেদ মাসুদ।

বাংলাদেশ সময় ১৫৫৪ ঘন্টা, মে ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।