ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মে ১৭, ২০২৩
বোয়ালমারীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে বালুবোঝাই একটি ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে উভয়যানের চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

 

বুধবার (১৭ মে) দুপুরের দিকে উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর-মহম্মদপুর সড়কের হাটখোলারচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় একটি ওষুধের এবং একটি কম্পিউটারের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।  

জানা গেছে, যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে মাগুরার মহম্মদপুরের দিকে যাচ্ছিল। হাটখোলারচর বটতলা এলাকায় এলে চৌরাস্তায় মোড় নেওয়ার সময় যাত্রীবাহী একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ অভিমুখী একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ড্রাম ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি কম্পিউটার এবং একটি ওষুধের দোকান ঘরের মধ্যে ঢুকে পড়ে। তবে ওই সময় দোকান দুটি বন্ধ ছিল।  

দুর্ঘটনায় উভয় যানের চালক, হেলপারসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে যাত্রীবাহী বাস গোল্ডেন লাইনের চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা মাগুরার মহম্মদপুর, বোয়ালমারী ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে আটজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

ভর্তিরা হলেন- বোয়ালমারীর গোহাইলবাড়ী গ্রামের সরজ কুণ্ডু, ময়না গ্রামের লুৎফর মোল্যা, পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালীগঞ্জ গ্রামের আবুল হোসেন, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় সামনগর গ্রামের তৈয়েবুর মোল্যা, কালিশংকরপুর গ্রামের মাসুদ রানা, বরুলিয়া গ্রামের সাহাদাত, মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের জাকির এবং একই গ্রামের আকিদুল। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বাস এবং ড্রাম ট্রাকের সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুর থেকে রেকার এনে ড্রাম ট্রাক এবং বাস থানায় নিয়ে আসার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।