কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর রেহেলা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ মে) দুপুরের দিকে জেলা সদর উপজেলার গাইটাল নামাপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেহেলা ওই উপজেলার শোলাকিয়া গাছবাজার এলাকার মৃত আবু বকর সিদ্দিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে সকালে বাসা থেকে বের হয়ে হাঁটতে যান রেহেলা খাতুন। পরে আর তিনি বাড়ি ফিরে যাননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এরপর নিখোঁজের বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানায় জানানো হয়। বুধবার দুপুরে গাইটাল নামাপাড়া এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে পরিবারের লোকজন মর্গে গিয়ে রেহেলার মরদেহ বলে শনাক্ত করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসআরএস