ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
কটিয়াদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাদিম (১৭) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।

 

বুধবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া কোনাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। আহত কিশোর নাদিম একই এলাকার কাজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৭ মে) বিকেলে শাকিল ও নাদিম একসঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যায় উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় তাদের মোটরসাইকেলটি দেয়ালে ধাক্কা খেয়ে পাশের রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। এসময় নাদিম গুরুতর আহত হন। তাকে (নাদিম) চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।  

স্থানীয় লোহাজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম হায়দার মারুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।