ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সরকার মনোনীত প্রধান শিক্ষককে অব্যাহতি, মনিপুর স্কুলে অস্থিরতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
সরকার মনোনীত প্রধান শিক্ষককে অব্যাহতি, মনিপুর স্কুলে অস্থিরতা সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজে আবারও অস্থিরতা শুরু হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনায় সরকার মনোনীত প্রধান শিক্ষক মো. জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ায় এই অস্থিরতা দেখা দেয়।

বুধবার (১৭ মে) স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সহকারী শিক্ষক মো. আখলাক আহমেদকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ায় বৃহস্পতিবার (১৮ মে) সকালে ক্লাস বর্জন করেন শিক্ষকেরা।

গভর্নিং বডির প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিবাদে শিক্ষকেরা মূল বালিকা শাখায় জড়ো হয়ে অবস্থান করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অন্যদিকে, গভর্নিং বডি শিক্ষকদের শায়েস্তা করতে স্থানীয় রাজনৈতিক কর্মীদের নিয়ে এসেছেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেছে।

প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ও দুর্নীতির কারণে আদালতের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্কুলটিতে সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেনকে কয়েক মাস আগে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়। জাকির হোসেন যোগ দেওয়ার পর অনিয়ম-দুর্নীতি শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করেন। শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেন। সব মিলিয়ে সুবিধা করতে পারছিলেন না গভর্নিং বডি। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হয়।

শিক্ষকেরা জানান, বর্তমান গভর্নিং বডির মেয়াদ শেষ হবে আগামী ২৩ মে। মেয়াদ শেষের আগ মুহূর্তে সরকার মনোনীত অধ্যক্ষকে বাদ দেওয়ায় শিক্ষকেরা ক্ষুব্ধ। নতুন করে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে সব শিক্ষক ক্লাস বর্জন করেছেন। গতকাল এবং আজকেও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে শিক্ষকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এখনও থমথমে পরিস্থিতি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সরকার মনোনীত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, আখলাক আহমেদকে প্রধান শিক্ষকের দায়িত্বভার অর্পণ করতে হলে আমাকে বিধিমোতাবেক অব্যাহতি, বরখাস্ত বা সাসপেন্ড করতে হবে। কিন্তু আমাকে সাসপেন্ড বা অব্যাহতি দেওয়ার এখতিয়ার সভাপতি মহোদয় ধারণ করেন না। তবুও অবৈধভাবে হলেও আমাকে কোনো প্রকার অব্যাহতি বা সাসপেন্ড করা হয়নি বা কোনো পত্রও দেওয়া হয় নি। তাই বিধিমাফিক আমি মো. জাকির হোসেন প্রধান শিক্ষক। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক করা হলো।

উল্লেখ্য, প্রতিষ্ঠানের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি এ.কে.এম. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বুধবার মো. জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে আখলাক আহমেদকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।