ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নকল বৈদ্যুতিক সামগ্রী বিক্রি, ২০ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
নকল বৈদ্যুতিক সামগ্রী বিক্রি, ২০ লাখ টাকা জরিমানা

ঢাকা: মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ মে) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

তিনি জানান, অভিযানে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এসটিসি ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজকে ১০ লাখ ও তাহসিফ ক্যাবলসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নকল বৈদ্যুতিক সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠান দুটি বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।